
অস্ট্রিয়ায় ব্যাপক তুষারপাতে জনজীবন বিপর্যস্ত
অস্ট্রিয়ার অনেক রাজ্য ক্রমাগত তুষারপাতে তলিয়ে গেলেও রাজধানী ভিয়েনাতে কিছুটা বৈরী আবহাওয়া ছাড়া তেমন তুষারপাত নাই ইউরোপ ডেস্কঃ আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ক্রমাগত তুষারপাতের ফলে অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যের রাস্তাঘাট অবরোধ সহ বিভিন্ন বিধিনিষেধের কবলে পড়তে হচ্ছে। ভিয়েনাকে চতুর্দিক দিয়ে বেষ্টিত লোয়ার অস্ট্রিয়ায় (Niederösterreich) গতকাল বৃহস্পতিবার থেকেই ব্যাপক তুষারপাত হচ্ছে। এই সপ্তাহান্তে আরও অব্যাহত নতুন তুষারপাতের…