
অস্ট্রিয়ায় বাংলাদেশী কিশোরী মাইমুনার চিত্রাংগনে সাফল্য
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কিশোরী মাইমুনা রহমান লায়ন্স ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত “পিস পোস্টার কম্পিটিশন” প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছে ইউরোপ ডেস্কঃ গত ১১ মার্চ ভিয়েনার সিটি হলে (Wiener Rathaus Volkshalle) এক অনাড়াম্ভর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। জাঁকজমকপূর্ণ এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রিয়ার জাতীয় সংসদের একাধিক সাংসদ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অস্ট্রিয়ার নেতৃবৃন্দ,…