
অস্ট্রিয়ায় করোনার চতুর্থ টিকা প্রদান, টিকাদান কমিটির স্থগিতের পরামর্শ
জাতীয় টিকাদান কমিটি ৬০ বছরের কম বয়সী লোকদের বর্তমান অবস্থায় করোনার প্রতিষেধক টিকার চতুর্থ ডোজের প্রয়োজনীয়তা দেখছেন না ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়ার জাতীয় টিকাদান কমিটির (এনআইজি) মতে, চতুর্থ করোনা টিকা সবার জন্য একেবারেই প্রয়োজনীয় নয় এবং স্থগিত করা যেতে পারে। ন্যাশনাল ভ্যাক্সিনেশন কমিটি (NIG) করোনা টিকা দেওয়ার জন্য তাদের আবেদনের সুপারিশ আপডেট করেছে। যে ব্যক্তিদের…