
অস্ট্রিয়ান সরকার দেশের জন্য একটি নতুুন ক্রাইসিস সিকিউরিটি আইন পেশ করেছে
অস্ট্রিয়ার জন্য এই নতুন সঙ্কট নিরাপত্তা আইন তৈরি করতে সরকারের সময় লেগেছে প্রায় এক বছর ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার, প্রতিরক্ষা মন্ত্রী ক্লাউডিয়া ট্যানার এবং স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউখ (গ্রিনস) মঙ্গলবার (৮ অক্টোবর) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে দীর্ঘ প্রতীক্ষিত দেশের এই নতুন সঙ্কট সুরক্ষা আইন উপস্থাপন করেছেন। সংবাদ সম্মেলনের পূর্বে…