
আগামী মাস থেকে অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে- শীর্ষ ভাইরোলজিস্ট
ভিয়েনা থেকে,কবির আহমেদঃ গতকাল অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে দেশের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট এবং ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “সেন্টার ফর ভাইরোলজি” বিভাগের প্রধান ৫৮ বৎসর বয়স্কা এলিজাবেথ পুচামার-স্ট্যাকল বলেন,আমাদের জন্য “পরের কয়েকটি মাস খুব কঠিন হবে।” এই বৎসরের অস্ট্রিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে নির্বাচিত ভাইরোলজিস্ট এলিজাবেথ পুচামার-স্ট্যাকল বলেন, বর্তমানে ভ্যাকসিন দেয়া শুরু হলেও এর…