
বসনিয়ার শরণার্থী পরিস্থিতি নিয়ে ইইউ’র রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ ইউরোপীয় ইউনিয়ন,উত্তর-পশ্চিম বসনিয়াতে কয়েক শতাধিক গৃহহীন শরণার্থীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। “পরিস্থিতিটি পুরোপুরি অগ্রহণযোগ্য,” বলে জানিয়েছেন বসনিয়ার জন্য ইইউর বিশেষ দূত জোহান স্যাটারেল। তিনি শনিবার ২ জানুয়ারী বসনিয়ার সুরক্ষা মন্ত্রী সেলমো কিকোটিকের সাথে বৈঠকের পর বলেছেন: “কয়েকশ মানুষের জীবন ও মৌলিক অধিকার মারাত্মক বিপদে রয়েছে।” ইউরোপীয় ভূখন্ডে এমন মানবেতর জীবনযাপন…