
অস্ট্রিয়ার জাতীয় সংসদে নতুন স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা-করোনার বিধিনিষেধে কোন আপোষ নাই
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার নতুন সামাজিক ও স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন (Wolfgang Mückstein) অস্ট্রিয়ার জাতীয় সংসদে আজ তার প্রথম ভাষণে বলেন, “করোনার বিধিনিষেধে কোনও আপস নেই “- বলে তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি সংসদে এফএফপি-২ পড়ে তার বক্তব্য পেশ করেন। আজ সকালে অস্ট্রিয়ার সংসদ অধিবেশনে তিনি তাঁর প্রথম বক্তব্যে কিছুটা গম্ভীর কন্ঠে আরও বলেন, “যখনই মানুষের…