কবির আহমেদ, ভিযেনা : অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় পৃথক তুষারধসের ঘটনায় একদিনেই আটজন সৌখিন স্কিয়ারের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দক্ষিণ অস্ট্রিয়ার স্টাইরিয়া
(Steirmark) রাজ্যের মুরটাল জেলায় তিনজন চেক স্কিয়ার নিহত হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে। ভারী তুষারপাতের পর গত সপ্তাহ থেকেই আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে।
পুলিশ জানায়, মুরটাল জেলায় সাতজন চেক স্কি ট্যুরারের একটি দল তুষারধসের কবলে পড়ে। এতে তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
এর আগে, শনিবার সকালের দিকে পশ্চিম অস্ট্রিয়ার সালজবুর্গের (Salzburg) রাজ্যের পোঙ্গাউ এলাকায় আরেকটি তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দল আক্রান্ত হয়। এতে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন বলে উদ্ধারকারী সূত্রের বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একই এলাকায় আরও একটি তুষারধসে এক স্কিয়ার ভেসে যান।
পোঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার গণমাধ্যমকে বলেন, স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজ আবারও একাধিক তুষারধস হয়েছে, যা দুঃখজনকভাবে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে। এই ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।
এর আগেও আল্পসে প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার বাদ গাস্টেইন রিসোর্টে অফ-পিস্ট স্কিইং করার সময় ১৩ বছর বয়সী এক চেক কিশোর তুষারধসে নিহত হয়। গত রোববার পশ্চিম অস্ট্রিয়ার তিরোল (Tirol) রাজ্যের ভিয়ারবার্গে ৫৮ বছর বয়সী এক স্কি ট্যুরার প্রাণ হারান।
এদিকে অস্ট্রিয়ার প্রতিবেশী সুইজারল্যান্ডে গত শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইং করার সময় এক জার্মানি নাগরিক তুষারধসে নিহত হন এবং আরও চারজন আহত হন। পাশাপাশি গত সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন আল্পাইন রিসোর্টে তুষারধসে ছয়জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস




















