ভিয়েনা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বরগুনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আসামিক গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলায় মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ১৮টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে ৮টি যানবাহন আটক এবং মোট ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত এবং পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধূরী।

এছাড়াও অভিযানে অংশ নেন পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্র জানয়, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরগুনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

আপডেটের সময় ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ইবিটাইমস ডেস্ক : বরগুনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আসামিক গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলায় মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ১৮টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে ৮টি যানবাহন আটক এবং মোট ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত এবং পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধূরী।

এছাড়াও অভিযানে অংশ নেন পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্র জানয়, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঢাকা/এসএস