ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি পরিচালক নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রিকেটারদের দাবির মুখে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র। জানা গেছে, নাজমুলকে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

উল্লেখ্য, বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এরপরই তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে সেই পরিচালক পদত্যাগ না করায় নিজেদের অবস্থানে অনড় থাকেন ক্রিকেটাররা।

গতকাল রাতেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিসিবির ওই কর্মকর্তার সঙ্গে দফায় দফায় কথা হলেও কোনো ফল আসেনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডাকে কোয়াব। সেখানে উপস্থিত ছিলেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। তাদের মতে, শুধু এক কারণেই খেলা থেকে সরে যায়নি তারা।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরা এখনও ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলেৃ শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিসিবি পরিচালক নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেটের সময় ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রিকেটারদের দাবির মুখে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র। জানা গেছে, নাজমুলকে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

উল্লেখ্য, বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এরপরই তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে সেই পরিচালক পদত্যাগ না করায় নিজেদের অবস্থানে অনড় থাকেন ক্রিকেটাররা।

গতকাল রাতেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিসিবির ওই কর্মকর্তার সঙ্গে দফায় দফায় কথা হলেও কোনো ফল আসেনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডাকে কোয়াব। সেখানে উপস্থিত ছিলেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। তাদের মতে, শুধু এক কারণেই খেলা থেকে সরে যায়নি তারা।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরা এখনও ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলেৃ শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’
ঢাকা/এসএস