ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৩তম ম্যাচে জয়ের জন্য সিলেট টাইটান্সকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।
প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের তিন বোলার নাসুম আহমেদ, মঈন আলি ও শহিদুল ইসলামের বোলিং তোপে ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয় রংপুর। নাসুম ও শহিদুল ৩টি করে এবং মঈন ২ উইকেট নেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় রংপুর। তাওহিদ হৃদয় ৪, কাইল মায়ার্স শূন্য ও লিটন দাস ১২ বলে ২২ রানে আউট হন। এরমধ্যে ২ উইকেট শিকার করেন শহিদুল।
এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ৪০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে দলীয় ৭৬ রানের মধ্যে তাদের বিদায়ের পর আর বড় জুটি গড়তে পারেনি রংপুর। ইফতিখার ১৭ ও খুশদিল ৩০ রানে আউট হন।
শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৩ বলে ৪টি চারে ২৯ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। শেষ ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ আউট হলে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর।
সিলেটের নাসুম ১৯ রানে ও শহিদুল ৩৬ রানে ৩টি করে উইকেট নেন। মাত্র ৮ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের মঈন।
ঢাকা/এসএস




















