ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলেঙ্গায় জিরায় ভেজাল করার দায়ে ২ লাখ টাকা জরিমানা কর্তারহাট সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাথাড়ি গুলিতে নিহত ১০,আহত ১২ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেবে অন্তর্বর্তী সরকার: প্রেস উইং

দিনমজুরের অসুস্থ স্ত্রী ইয়ানুর বেগম বাঁচতে চান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১২২ সময় দেখুন

oplus_2

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ৫০ বছর বয়সী মোসা. ইয়ানুর বেগম। গত এক বছর আগে তার মুখের ভেতর ছোট একটি বিচি ওঠে। স্বামী-সন্তানরা ভেবেছেন এটি তেমন কিছু না। ছয় মাসের মাথায় ওই বিচিই বড় ঘাতে পরিণত হয়। এরপর তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেন দিনমজুর স্বামী।

কিছুদিন চিকিৎসা করানোর পর ওই ঘা আরো বড় হতে শুরু করে। একটি ঘা থেকে সৃষ্টি হয় আরো কয়েকটি। এখন ঠোঁটে-মুখের ওইসব ঘায়ের অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন ইয়ানুর বেগম। যার ফলে গত এক মাস ধরে খাওয়া বন্ধ তার। এখন কেবল কোনো রকমে একটু পানি পান করে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন তিনি।

ইয়ানুর বেগমের ঠোঁট এবং মুখের ওইসব ঘা থেকে এখন পুঁজ পড়ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন করুণ দশায়ও ইয়ানুর বেগমকে কেবল টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর স্বামী। ইয়ানুর বেগম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচুয়াখালি এলাকার আরিন্দা বাড়ির মো. আল-ইসলামের স্ত্রী। স্ত্রীর এমন করুণ দশায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

আল-ইসলাম জানান, আমি দিনমজুরি করে সংসার চালাই। আমাদের ৪ মেয়ে এবং দুই ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বড় ছেলে সামনে এইচএসসি পরীক্ষা দেবে। আমি ছাড়া সংসারে উপার্জন করার মতো আর কেউ নেই। সম্পদ বলতেও তেমন কিছু নেই। আছে কেবল বসতভিটাটুকু। গত এক বছর ধরে আমার স্ত্রী অসুস্থ। তখন থেকে এ পর্যন্ত প্রায় তিন লাখ টাকা ধারদেনা করে চিকিৎসা করেছি।

তবে স্ত্রীর শারীরিক কোনো উন্নতি হয়নি। দিন যত যাচ্ছে ততই আমার স্ত্রী আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন। কোনোভাবেই আর টাকা জোগাড় করতে পারছি না। সর্বশেষ তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়েছি। সেখানের চিকিৎসক জানিয়েছেন অপারেশন করলে আমার স্ত্রী পুরোপুরি সুস্থ্য হয়ে যাবেন। তবে এ জন্য লাগবে অন্তত ৬ লাখ টাকা। আমি এতো টাকা কোনোভাবেই জোগাড় করতে পারছি না। তাই চোখের সামনে স্ত্রীর এমন করুণ দশা অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছিন না। আমার স্ত্রীকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করছি।

ইয়ানুর বেগমের ছেলে আমির হামজা বলেন, মায়ের বাঁচার প্রবল ইচ্ছা। প্রতিদিন আমাকে বলে ডাক্তার দেখাতে। তাহলে তিনি সুস্থ্য হয়ে ওঠবেন। বাঁচার জন্য মায়ের এমন আকুতিতে খুব মন খারাপ হয়। কারণ মায়ের জন্য আমি কিছুই করতে পারছি না। সবারই তো মা আছে, তাই আমি অনুরোধ করছি; আমার মাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে তুলতে সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার মায়ের চিকিৎসায় কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭৫৮২৩৫১২২ (বিকাশ) এবং ০১৭৪৫০৬৪৬৫৭ (নগদ) এই নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ রইলো।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, অসুস্থ্য ওই নারীর পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করলে বিধিমোতাবেক তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এলেঙ্গায় জিরায় ভেজাল করার দায়ে ২ লাখ টাকা জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিনমজুরের অসুস্থ স্ত্রী ইয়ানুর বেগম বাঁচতে চান

আপডেটের সময় ১০:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ৫০ বছর বয়সী মোসা. ইয়ানুর বেগম। গত এক বছর আগে তার মুখের ভেতর ছোট একটি বিচি ওঠে। স্বামী-সন্তানরা ভেবেছেন এটি তেমন কিছু না। ছয় মাসের মাথায় ওই বিচিই বড় ঘাতে পরিণত হয়। এরপর তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেন দিনমজুর স্বামী।

কিছুদিন চিকিৎসা করানোর পর ওই ঘা আরো বড় হতে শুরু করে। একটি ঘা থেকে সৃষ্টি হয় আরো কয়েকটি। এখন ঠোঁটে-মুখের ওইসব ঘায়ের অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন ইয়ানুর বেগম। যার ফলে গত এক মাস ধরে খাওয়া বন্ধ তার। এখন কেবল কোনো রকমে একটু পানি পান করে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন তিনি।

ইয়ানুর বেগমের ঠোঁট এবং মুখের ওইসব ঘা থেকে এখন পুঁজ পড়ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন করুণ দশায়ও ইয়ানুর বেগমকে কেবল টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর স্বামী। ইয়ানুর বেগম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচুয়াখালি এলাকার আরিন্দা বাড়ির মো. আল-ইসলামের স্ত্রী। স্ত্রীর এমন করুণ দশায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

আল-ইসলাম জানান, আমি দিনমজুরি করে সংসার চালাই। আমাদের ৪ মেয়ে এবং দুই ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বড় ছেলে সামনে এইচএসসি পরীক্ষা দেবে। আমি ছাড়া সংসারে উপার্জন করার মতো আর কেউ নেই। সম্পদ বলতেও তেমন কিছু নেই। আছে কেবল বসতভিটাটুকু। গত এক বছর ধরে আমার স্ত্রী অসুস্থ। তখন থেকে এ পর্যন্ত প্রায় তিন লাখ টাকা ধারদেনা করে চিকিৎসা করেছি।

তবে স্ত্রীর শারীরিক কোনো উন্নতি হয়নি। দিন যত যাচ্ছে ততই আমার স্ত্রী আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন। কোনোভাবেই আর টাকা জোগাড় করতে পারছি না। সর্বশেষ তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়েছি। সেখানের চিকিৎসক জানিয়েছেন অপারেশন করলে আমার স্ত্রী পুরোপুরি সুস্থ্য হয়ে যাবেন। তবে এ জন্য লাগবে অন্তত ৬ লাখ টাকা। আমি এতো টাকা কোনোভাবেই জোগাড় করতে পারছি না। তাই চোখের সামনে স্ত্রীর এমন করুণ দশা অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছিন না। আমার স্ত্রীকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করছি।

ইয়ানুর বেগমের ছেলে আমির হামজা বলেন, মায়ের বাঁচার প্রবল ইচ্ছা। প্রতিদিন আমাকে বলে ডাক্তার দেখাতে। তাহলে তিনি সুস্থ্য হয়ে ওঠবেন। বাঁচার জন্য মায়ের এমন আকুতিতে খুব মন খারাপ হয়। কারণ মায়ের জন্য আমি কিছুই করতে পারছি না। সবারই তো মা আছে, তাই আমি অনুরোধ করছি; আমার মাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে তুলতে সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার মায়ের চিকিৎসায় কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭৫৮২৩৫১২২ (বিকাশ) এবং ০১৭৪৫০৬৪৬৫৭ (নগদ) এই নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ রইলো।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, অসুস্থ্য ওই নারীর পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করলে বিধিমোতাবেক তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস