চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সাংহাই থেকে বুয়েনস আইরেস পর্যন্ত বিশ্বের দীর্ঘতম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট শুরু করেছে
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চীনের ইংরেজী দৈনিক গ্লোবাল টাইমস তাদের এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। দীর্ঘ যাত্রাপথে নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাত্রা বিরতি করবে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
গ্লোবাল টাইমস জানায়, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বিশ্বের দীর্ঘতম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে, যা নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাত্রাপথের মাধ্যমে সাংহাইকে আর্জেন্টিনার বুয়েনস আইরেসকে সংযুক্ত করেছে।
গ্লোবাল টাইমস আরও জানিয়েছে, স্থানীয় সময় ভোর ২.১৯ মিনিটে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট MU745 উড্ডয়ন করেছে। প্রায় ২০,০০০ কিলোমিটার (১২,৪২৭ মাইল) ফ্লাইটের জন্য নিউজিল্যান্ডের অকল্যান্ডে জ্বালানি ভরার জন্য যাত্রা বিরতি করবে।
এই রুটটি বিশ্বের দীর্ঘতম একমুখী ফ্লাইটের জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে,যা বিমান সংস্থাটি দাবি করেছে। এর ফলে চীন ও দক্ষিণ আমেরিকার মধ্যে ভ্রমণের সময় চার ঘণ্টারও বেশি কমে যাবে বলে আশা করা হচ্ছে।
এই নতুন রুটে বিমান সংস্থাটি প্রতি সপ্তাহে দুটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করবে।
কবির আহমেদ/ইবিটাইমস




















