শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্রের ৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন যারা, সদর উপজেলার আইন উদ্দিনের ছেলে মারুফ (৩৫)কে ৭ (সাত) দিনের বিনাশ্রম, মৃত সুমন আলীর ছেলে আমিনুর রহমান (৪০) কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও পাঁচদিনের কারাদণ্ডে দণ্ডিত করেন একই উপজেলার দিগুলিয়া আরজু মিয়ার ছেলে বাবু মিয়াক।
বৃহস্পতিবার (নভেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো: নওশাদ আলম ও সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন সহ আইন-শৃঙ্খলা সদস্যরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস























