ইবিটাইমস ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলে মঙ্গলবার এক সপ্তাহ ধরে বন্যা ও রেকর্ড বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় কালমাইগি দেশটির উপকূলের দিকে ধেয়ে আসছে।
হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, নদীর তীর ভেঙে গেছে ও দেশের সর্বাধিক দর্শনীয় কিছু ঐতিহাসিক স্থান প্লাবিত হয়েছে।
২৪ ঘন্টার এক মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১ দশমিক ৭ মিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা জাতীয় রেকর্ড অতিক্রম করেছে।
পরিবেশ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি প্রদেশে প্রাণহানি ঘটেছে। অঞ্চলগুলোয় এ পর্যন্ত ছয় জন নিখোঁজ থাকার কথা জানা গেছে।
জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, শুক্রবার ভোরে টাইফুন কালমায়েগি আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যহত থাকবে বলেও জানানো হয়েছে।
জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভিয়েতনামে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে, তবে বৈজ্ঞানিক প্রমাণ অনুসারে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন আবহাওয়া বিপর্যয় আরো ঘন ঘন ও ধ্বংসাত্মক করে তুলেছে।
টাইফুন কালমায়েগি বর্তমানে ফিলিপাইনে আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে ও কয়েক লাখ লোককে বাস্তুচ্যুত করেছে।
জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ধেয়ে আসা ঝড়টির প্রভাবে বৃহস্পতিবার ভিয়েতনামের উপকূলে ঘন্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
গত সপ্তাহের মঙ্গলবার চরম আবহাওয়ার কারণে অঞ্চলটি বিপর্যস্ত ছিল। কিছু প্রত্যন্ত অঞ্চল ভূমিধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পরে।
দুর্যোগ সংস্থা জানায়, প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে, ১০ হাজার হেক্টরেরও বেশি ফসল ধ্বংস হয়ে গেছে ও ৬৮ হাজারেরও বেশি গবাদি পশু মারা গেছে।
ঢাকা/এসএস




















