মাহবুবুর রহমানকে সভাপতি ও কবির আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে
ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভিয়েনার Munchos Peri Peri Chicken রেস্টুরেন্টের হল রুমে কার্যকরী কমিটির এক সভায় পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ২০২৬-২৭ সালের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের নুতন কমিটি :
১। সভাপতি – মাহবুবুর রহমান
২। সহ সভাপতি – সোহেল চৌধুরী
৩। সাধারণ সম্পাদক – কবির আহমেদ
৪। সহ- সম্পাদক – মো: মাইদুল ইসলাম খান
৫। কোষাধ্যক্ষ- মো: আনিছুজ্জামান
৬। সহ- কোষাধ্যক্ষ- ফারজানা শাহাজাদা
৭। সাংস্কৃতিক সম্পাদক – মীর সালাউদ্দিন তরুন
৮। সদস্য – আফসানা রহমান
৯। সদস্য – শাহ শরিফ উদ্দিন।
কবির আহমেদ/ইবিটাইমস
 
																			



















