ভিয়েনা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬৩৫ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১০ জন কৃষককে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষি হবে আরও গতিশীল ও উন্নত । অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

আপডেটের সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬৩৫ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১০ জন কৃষককে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষি হবে আরও গতিশীল ও উন্নত । অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস