ভিয়েনা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

রাশিয়াকে মোকাবিলায় নতুন পদক্ষেপ ইউক্রেন-পোল্যান্ডের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রুশ হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতাকে ‘নতুন স্তরে’ উন্নীত করতে ইউক্রেন ও প্রতিবেশী পোল্যান্ড যৌথভাবে ড্রোন সংক্রান্ত একটি কার্যকরী দল গঠনে সম্মত হয়েছে। এ লক্ষ্যে দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কিয়েভে সফররত প্রতিরক্ষা মন্ত্রী ওয়াদিস্লাভ কোসিনিয়াক-কামিশের সঙ্গে এই স্মারকে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস স্মিহাল।
এক বিবৃতিতে স্মিহাল জানান, ‘রুশ আগ্রাসন কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপের জন্য হুমকি। সেই প্রেক্ষিতে আমরা নিরাপত্তা সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, এই যৌথ কার্যকরী দলের মূল অংশ হবে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি। এতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, এবং ড্রোন প্রতিরোধ ও ব্যবহার সংক্রান্ত পদ্ধতি উদ্ভাবন ও পরীক্ষার সুযোগ তৈরি হবে।
এছাড়াও দুই মন্ত্রী ইউক্রেন-পোল্যান্ডের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
তারা একটি চিঠিও স্বাক্ষর করেছেন। এই চিঠি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের উদ্দেশে পাঠানো হবে। এতে ন্যাটো-ইউক্রেনের যৌথ বিশ্লেষণ, প্রশিক্ষণ ও শিক্ষা কেন্দ্রে আরও বিশেষজ্ঞ পাঠানো ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই কেন্দ্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনে হামলার সময় অন্তত ১৯টি ড্রোন পোলিশ আকাশসীমায় অনুপ্রবেশ করে। রাশিয়া অবশ্য দাবি করেছে, এ অনুপ্রবেশ ইচ্ছাকৃত ছিল না।
এ ঘটনার পর ন্যাটো ‘অপারেশন ইস্টার্ন সেন্ট্রি’ নামে নতুন প্রতিরক্ষা উদ্যোগ চালু করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়াকে মোকাবিলায় নতুন পদক্ষেপ ইউক্রেন-পোল্যান্ডের

আপডেটের সময় ১২:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : রুশ হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতাকে ‘নতুন স্তরে’ উন্নীত করতে ইউক্রেন ও প্রতিবেশী পোল্যান্ড যৌথভাবে ড্রোন সংক্রান্ত একটি কার্যকরী দল গঠনে সম্মত হয়েছে। এ লক্ষ্যে দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কিয়েভে সফররত প্রতিরক্ষা মন্ত্রী ওয়াদিস্লাভ কোসিনিয়াক-কামিশের সঙ্গে এই স্মারকে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস স্মিহাল।
এক বিবৃতিতে স্মিহাল জানান, ‘রুশ আগ্রাসন কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপের জন্য হুমকি। সেই প্রেক্ষিতে আমরা নিরাপত্তা সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, এই যৌথ কার্যকরী দলের মূল অংশ হবে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি। এতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, এবং ড্রোন প্রতিরোধ ও ব্যবহার সংক্রান্ত পদ্ধতি উদ্ভাবন ও পরীক্ষার সুযোগ তৈরি হবে।
এছাড়াও দুই মন্ত্রী ইউক্রেন-পোল্যান্ডের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
তারা একটি চিঠিও স্বাক্ষর করেছেন। এই চিঠি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের উদ্দেশে পাঠানো হবে। এতে ন্যাটো-ইউক্রেনের যৌথ বিশ্লেষণ, প্রশিক্ষণ ও শিক্ষা কেন্দ্রে আরও বিশেষজ্ঞ পাঠানো ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই কেন্দ্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনে হামলার সময় অন্তত ১৯টি ড্রোন পোলিশ আকাশসীমায় অনুপ্রবেশ করে। রাশিয়া অবশ্য দাবি করেছে, এ অনুপ্রবেশ ইচ্ছাকৃত ছিল না।
এ ঘটনার পর ন্যাটো ‘অপারেশন ইস্টার্ন সেন্ট্রি’ নামে নতুন প্রতিরক্ষা উদ্যোগ চালু করেছে।
ঢাকা/এসএস