টাঙ্গাইলে ১৮শত মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে নদীর তীরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৩ জুন) এ অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আবু আব্দুল্লাহ খান বলেন, “যমুনা নদীতে মাছের প্রজনন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অভিযান চালানো হয়। উদ্ধার করা ১,৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার জানান, “১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী নদী, খাল, বিলসহ জলাশয়ে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু জেলে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করছে। তাই আজকের অভিযানে জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে। মাছের উৎপাদন ও প্রজনন রক্ষায় আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”
ঢাকা/ইবিটাইমস/এাএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »