ভিয়েনা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার টাঙ্গাইল আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন প্রায় ৫ কোটি টাকা ব্যায়ের পানি শোধনাগার চার বছর ধরে বন্ধ রাজনীতি স্থিতিশীল থাকলে সামনে অর্থনীতি আরও ভালোভাবে চলবে : ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু আরও ১৬ দেশের পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন : আবু নাসের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর অতীতের কলঙ্ক মোচনের একটি সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

রোববার (২২ জুন) সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা আমাদের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের ঘটনার পর কিছুদিন পুলিশ কর্মবিরতিতে ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার কাজ করছি।”

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, “পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে ভালো কাজের মাধ্যমে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এএইচএম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন নবনিযুক্ত পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন : আবু নাসের

আপডেটের সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর অতীতের কলঙ্ক মোচনের একটি সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

রোববার (২২ জুন) সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা আমাদের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের ঘটনার পর কিছুদিন পুলিশ কর্মবিরতিতে ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার কাজ করছি।”

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, “পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে ভালো কাজের মাধ্যমে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এএইচএম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন নবনিযুক্ত পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস