লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলো আর্থিক সহায়তা

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকার এসব পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতসহ নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা শেষে শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বিভিন্ন ভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের কবলে পরে মঙ্গলসিকদার লঞ্চঘাট ও পাশ্ববর্তী এলাকা। এসব মানুষের দুর্দশার কথা চিন্তা করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »