টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা, ফাঁকা গুলি

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে রানা আহাম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা রড দিয়ে পেটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত রানা আহাম্মেদ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) দুপুরে, শহরের রাবনা বাইপাস এলাকার বেলটিয়াবাড়ী মোড়ে। রানা আহাম্মেদ শহরের পলাশতলী এলাকার বাসিন্দা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার।

প্রত্যক্ষদর্শী ঠিকাদার হাসান সাদিক বলেন, রানা ভাইসহ আমরা পাঁচজন একটি দোকানে বসে ছিলাম। হঠাৎ সন্ত্রাসীরা এসে তাকে ডেকে নিয়ে বাইরে রড দিয়ে মারধর শুরু করে। পরে আরও লোকজন নিয়ে এগোলে তারা দুইটি রিভলবার দিয়ে চার-পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাশিম রেজা জানান তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, বিস্তারিত পরবর্তীতে বলা যাবে।

আহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত পুরনো বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটতে পারে। পাশাপাশি ঠিকাদারি কাজের দ্বন্দ্বও একটি সম্ভাব্য কারণ বলে দাবি তাদের।

ঘটনার বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, আহত হওয়ার বিষয়টি জানা গেছে, তবে ফাঁকা গুলির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »