বাঁধন রায়, ঝালকাঠি : দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ঝালকাঠিতে শ্রীগুরু সংঘের আয়োজনে তিনদিন ব্যাপী মহা মিলন উৎসব শুরু হয়েছে। উৎসবের প্রথম দিন বুধবার উদ্বোধনী অনুষ্ঠান ও সন্ধ্যা আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার পদাবলী, কীর্তন এবং শুক্রবার বিশ্ব শান্তি কামনা করে সন্ধায় বিশেষ সংঘের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী গুরু সংঘ ঝালকাঠি আড়ৎদ্দাড়পট্টি হরিসভা মন্দির প্রাঙ্গনে এই উৎসব আয়োজন করা হয়েছে। প্রতিদিন এই ধর্মীয় উৎসবে শত শত ভক্ত নারী পুরুষ উৎসব উপভোগ করছেন।
বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক অসীত কুমার সাহা, শ্রীগুরু সংঘের পরিমল চন্দ্র দে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে শ্রীগুরু সংঘের মহা মিলন উৎসব শুরু
