ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

মনজুর রহমান, ভোলা : ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে দৌলতখান উপজেলার মদনপুরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জালনোট উদ্ধার করা হয়।

‎বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে শুক্রবার সকাল ১১টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল ৯ হাজার টাকাসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। আটকৃত সবাই দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধিন।

‎এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন সকল সমুদ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »