ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে ত্রৈমাসিক সমন্বয় সভা

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে সিটিআইপি এক্টিভস্ট গ্রুপের সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে ও সুইজারল্যাড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে শনিবার দিনব্যাপী জেলার সৃজনী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এই ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল-মামুনের সঞ্চালনা ও ঝিনাইদহের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাসের সহযোগিতায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু,ঢাকা আহসানিয়া মিশনের ঝিনাইদহ প্রতিনিধি খাইরুল ইসলাম জীবন সহ অন্যান্যরা।

সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান,আগামী তিন মাসের কার্যক্রম সংক্রান্ত পরিকল্পনা প্রনয়ন এবং মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের তিনমাসের একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়াও বিগত তিনমাসের কর্মকান্ড পর্যালোচনা ও সক্রিয় কর্মীদের পরিবেশনায়  তারুণ্যের অভিযান নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »