চরফ্যাশনে “নো ওয়ার্ক, নো স্কুল” দিবস পালিত

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলাস্থ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ্য থেকে “নো ওয়ার্ক, নো স্কুল” দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল)  সকাল দশটায় প্রতিষ্ঠান গুলোর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এক বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ও রেসিডেন্সিয়াল মাদরাসার পরিচালক  অধ্যাপক কামরুজ্জামান, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মারুফ বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক আফজালুল হোসাইন প্রভাষক জুলকার নাইন প্রভাষক আরিফ হোসাইন, আকবর হোসাইন, মাওলানা আব্দুল মজিদ, আল আমিন, আব্বাস উদ্দিন,আবদুস সহিদ প্রমুখ। 

বক্তারা বলেন, আমরা ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাচ্ছি, আমরা জাতিসংঘের নিকট আহবান করছি অনতিবিলম্বে জাতিসংঘ এই হামলাকারী ইজরাইলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার। 
পাশাপাশি বক্তারা বলেন, এ সময় সকল মুসলিম দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান করা উচিত এবং ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে কঠিন কর্মসূচি ঘোষণা করা দরকার। 
বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জন এবং তাদের সাথে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সকল সম্পর্ক  বিচ্ছিন্ন করার আহ্বান জানান। 
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে মাদ্রাসা স্কুলের ছাত্র ছাত্রী ও হাজার হাজার সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »