ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
শহরের চৌরাস্তার মোড়, থানার মোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়।
রবিবার দুপুরের দিকে পৌর শহরের চৌরাস্তার মোড়ে ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লালমোহন পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে ২০টি ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়েছে। এছাড়াও পৌর শহরের বিভিন্ন স্থানে দ্রুত সময়ের মধ্যে আরো প্রায় ৫০টি ডাস্টবিন স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.নাজিম উদ্দীন, লালমোহন করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস