ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নাগরপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা মহান বিজয় দিবসে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৩৪ সময় দেখুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে ঈদের কেনাকাটা করতে এসে বাজারের একটি দোকানে মোবাইলের চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার ১৬ বছর বয়সী এক কিশোরী।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পিছনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে।কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় রোববার দুপুরে ওই ভিক্টিম  কিশোরী বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম, দোকান মালিক মো. সুমন ও রফিকুলের সহযোগী মো. স্বাধীনসহ তিনজনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন। এদিন বিকালে রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করে পুলিশ।

রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী মোতালেব মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়ার ভাই। অপর দুই আসামী সুমন একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে এবং  স্বাধীনও একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসেন। এ সময় তার ব্যবহারিত মুঠোফোনে চার্জ শেষ হয়ে গেলে ওই বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে মুঠোফোন চার্জ দিতে যায় সে। এসময় ওই কিশোরীকে দোকানের পিছনের শয়নকক্ষে গিয়ে ফোন চার্জ দিতে বলে সুমন। তার কথামতো সেখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলো কিশোরী। কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম ও স্বাধীন এসে দোকানের পিছনে যান এবং স্বাধীন কে পাহারায় রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল।
এদিকে কিশোরীর ডাক চিকৎকারে শুনে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং রফিকুল কে আটক করতে সক্ষম হন।
তবে আগে থেকেই পরিস্থিতি টের পেয়ে দোকান মালিক সুমন ও স্বাধীন পলিয়ে যায়।
এ বিষয়ে জানতে শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায় ।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত রফিকূল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিক্টিম কিশোরীকে মেডিকেল পরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার

আপডেটের সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে ঈদের কেনাকাটা করতে এসে বাজারের একটি দোকানে মোবাইলের চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার ১৬ বছর বয়সী এক কিশোরী।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পিছনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে।কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় রোববার দুপুরে ওই ভিক্টিম  কিশোরী বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম, দোকান মালিক মো. সুমন ও রফিকুলের সহযোগী মো. স্বাধীনসহ তিনজনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন। এদিন বিকালে রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করে পুলিশ।

রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী মোতালেব মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়ার ভাই। অপর দুই আসামী সুমন একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে এবং  স্বাধীনও একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসেন। এ সময় তার ব্যবহারিত মুঠোফোনে চার্জ শেষ হয়ে গেলে ওই বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে মুঠোফোন চার্জ দিতে যায় সে। এসময় ওই কিশোরীকে দোকানের পিছনের শয়নকক্ষে গিয়ে ফোন চার্জ দিতে বলে সুমন। তার কথামতো সেখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলো কিশোরী। কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম ও স্বাধীন এসে দোকানের পিছনে যান এবং স্বাধীন কে পাহারায় রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল।
এদিকে কিশোরীর ডাক চিকৎকারে শুনে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং রফিকুল কে আটক করতে সক্ষম হন।
তবে আগে থেকেই পরিস্থিতি টের পেয়ে দোকান মালিক সুমন ও স্বাধীন পলিয়ে যায়।
এ বিষয়ে জানতে শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায় ।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত রফিকূল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিক্টিম কিশোরীকে মেডিকেল পরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস