শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় ঘুমিয়ে থাকা মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে চর মানিকা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করলেও দুইদিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের।
নিখোঁজ জেলে নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তৎক্ষনিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযানে গেলেও গত দুই দিনে সন্ধান মেলেনি নিখোঁজ নজরুলের।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও দুই দিনে তার সন্ধান মেলেনি। তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বাল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস