ঝালকাঠিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু

বাধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝালকাঠি সদর হাসপাতাল কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ শামিম আহম্মেদ সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর।
অতিথিরা শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন এবং দিনব্যাপী এই ক্যাম্পেইনের সফলতা কামনা করেন।
কেন্দ্রে অভিভাবকদের সন্তানদের নিয়ে সতস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে সিভিল সার্জন জানান, জেলায় শতভাগ অর্জনের সম্ভাবনা রয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬হাজার ৬০৮জনসহ ৮৭ হাজার ২১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১লাখ ক্ষমতা সম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২লাখ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আরও জানানো হয়েছে জেলার ৮২৪টি সেন্টারে ১৬হাজার ৪৪৮জন স্বেচ্ছাসেবক ও ৩৬০জন ফ্যামিলি প্লানিং ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরও ১২৮৮জন এবং ১০৮জন লাইন সুপার ভাইজার এই দিন কাজ করছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »