ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন দেশের রোজাদার মুসলিমগন অংশগ্রহণ করেন
ভিয়েনা ডেস্কঃ সোমবার (১০ মার্চ)অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে বিডিএসএফ (BDSF) স্পোর্টিং ক্লাব এবং প্রবাসীদের মৃতদেহ দাফনে সহায়তাকারী সংগঠন তাকরীমুল মায়্যিত এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই ইফতার ও মাহফিলে উক্ত সংগঠন দুটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন দেশের রোজাদার মুসলিমগন অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন হাফেজ জাহেদ আহমেদ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব জনাব হেলাল উদ্দিন, মাসুদুর রহমান মাসুদ,রুহুল আমিন, শাহরিয়ার শাহেদ, ফাইজুল হক, আজিম উদ্দিন সরকার, সেলিম রহমান,মাইদুল খান মামুন, মাহবুবুল আলম বিপ্লব,শামীম পয়েন্টানার,আজাদ খান হিমু, মোহাম্মদ আজাহারুল হক,গিয়াস উদ্দিন প্রমুখ।
কবির আহমেদ/ইবিটাইমস