ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ-গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন হাসনাত, নির্বাহী সদস্য মোঃ আবু হানিফ, সাবেক সহসভাপতি রাসেদুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহদাৎ হোসেন, কেন্দ্রিয় বিএনপি গবেষণা কেন্দ্রের সভাপতি ইঞ্জি. রেজাউল করিম, জেলা জামায়েত ইসলামি সম্পাদক ফরিদুল হক, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান অন্যদের মধ্যে স্থানীয় সাংবাদিক জিয়াউল হাসান পলাশ, আজমির হোসেন তালুকদার ও এনায়েত করিম।
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদার অনুষ্ঠানের সভাপতিত্ব করে এবং সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তরা চিন্তার জায়গায় পরিবর্তন এনে লেজুর ভিত্তিক সাংবাদিকতা বর্জন করার আহ্বান জানান।
বাধন রায়/ইবিটাইমস