ইবিটাইমস, ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। কমিশনারদের কথা কম বলে কাজ বেশি করতে হবে।
শুক্রবার (২২ নভেম্বর) জাতীয়তাবাদী প্রচারদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। গতকাল নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে সেই যাত্রা শুরু হয়েছে। এ সময় দেশবাসী কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপিই সংস্কারের জন্ম দিয়েছে। সংস্কারের আকৃতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। এ সময় রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখাকে সংস্কারের মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ঢাকা সেনানিবাসের শহিদ মইনুল রোডের যে বাড়ি থেকে ২০১০ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও ফিরিয়ে দেওয়ার দাবি জানান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন