টাঙ্গাইলে গ্রেপ্তার ১৬৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত আরো ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় এখন্ত পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

এ দিকে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সরকারি কাজে বাঁধা ও সরকারি স্থাপনা ভাংচুরসহ কয়েকটি ঘটনায় টাঙ্গাইলে চার থানায় ১০ মামলা করা হয়েছে। পুলিশ, আওয়ামী লীগ ও শ্রমিক নেতা বাদি হয়ে টাঙ্গাইল সদর, কালিহাতী, মধুপুর, ধনবাড়ী এবং ঘাটাইল থানায় এ সব মামলা করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা গুলো তদন্ত করা হচ্ছে। এ সব মামলায় এ পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »