টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবার পাশ থেকে দেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে শহরের আদালত পাড়া থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত নয় দিন আগে ভুয়াপুর উপজেলার চিতুলিয়া পাড়া এলাকা থেকে নওসিন ইসলাম শর্মিলা নামের ১০ বছরের একটি শিশু নিঁখোজ হয়। সোমবার সকালে শিশুটির বাড়ির পাশ থেকে বস্তাবন্দি দেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এটি নিঁখোজ শিশুর দেহ বিশেষ। তবে ঘটনাস্থলে মিলেছে নিখোঁজ হওয়া শিশুর জামাকাপড়।
পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাথার খুলিটি কার। ফলে উদ্ধার হওয়া মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দেহের বাকি অংশের এখনো সন্ধান মেলেনি। শিশুটির পিতা সুমন মিয়া জানিয়েছেন, ডোবার পাশ থেকে যে জামা পাওয়া গেছে সেটি নিখোঁজের সময় সেটি তার মেয়ের পড়নে ছিলো।
জানা গেছে, সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া ১০ বছরের ফুটফুটে শিশু নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে নিখোঁজ হয়। হতে পারে মাথার খুলিটি শিশু শর্মিলার। তবে দেহের অন্যান্য অংশের এখনও কোন সন্ধান মেলেনি।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন দ্রুতই এর রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন।
এদিকে টাঙ্গাইল শহরের আদালত পাড়ায় একটি মসজিদের পাশে পাঁচতলা ভবন থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার নাম মুকুল কুমার দাস। সোমবার সকাল ১০ টার দিকে পুলিশ ওই ভবনের নীচতলায় বারান্দা থেকে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীক কারনে ঋনগ্রস্থ ছিলেন তিনি। হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাদিকুর রহমান জানান, এ ঘটনার কাজ চলছে। প্রকৃত ঘটনা তদন্ত শেষে জানা যাবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস