ভোলা দক্ষিণ প্রতিনিধি: লালমোহনে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘরচাপা পড়ে মনেজা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৭ মে সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী নিহত মনেজা খাতুন।
স্থানীয়রা জানান, ওই নারী ও তার এক নাতি ঘরে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে ঝড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তবে তার নাতির কোনো ক্ষতি হয়নি।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস