ভিয়েনা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ উদ্ধার,পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান ও অন্যান্য কর্মকর্তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে,খারাপ আবহাওয়ার কারণে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকানের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার একদিন পর সোমবার
(২০ মে) অনুসন্ধানকর্মীরা বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পান। ইরান-আজারবাইজান সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পর কর্মকর্তারা ইরানে ফিরছিলেন। বিধ্বস্ত হওয়ার স্থানেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অন্যান্যদের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীর বার্তা সংস্থা ইরনা।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নির্বাহী শাখার অর্থাৎ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। আগামী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। দেশেল উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা জানায়,কট্টর রক্ষণশীল খামেনির অনুসারী রাইসিকে কিছু পর্যবেক্ষক সর্বোচ্চ নেতার পছন্দের উত্তরসুরী হিসেবে দেখতেন। তিনি ২০২১ সালের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সেখানে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হয়েছিল। ভোটাররা রেকর্ড সংখ্যক কম ভোট দিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এবং ভয়েস অফ আমেরিকা ফার্সি বিভাগ কর্তৃক বিশ্বাসযোগ্য বলে বিবেচিত ছবিতে দেখা যায়, ইরানের স্বৈরাচারী ইসলামপন্থী শাসকদের বিরোধীরা রাইসির মৃত্যুর খবর উদযাপনের জন্য রবিবার রাতে একাধিক স্থানে আতশবাজি ফোটাচ্ছে। একটি ভিডিওতে একজন নারী উপস্থাপক আতশবাজি ফুটানোর জায়গাটি তেহরানের দক্ষিণাঞ্চলে বলে শনাক্ত করেছেন।

আরেক ভিডিওতে একজন পুরুষ উপস্থাপক ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ শহরে আতশবাজির ঘটনার কথা বলেন। ভয়েস অফ আমেরিকা নিরপেক্ষভাবে আতশবাজি ফুটানোর পরিস্থিতি যাচাই করতে পারেনি কারণ ইরানের অভ্যন্তরে ভয়েস অফ আমেরিকাকে প্রতিবেদন করতে নিষেধ করা হয়েছে।

এর আগে রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, রাইসির নিরাপদে ফিরে আসার প্রার্থনা করার জন্য দেশের বিভিন্ন স্থানে সরকার সমর্থকরা জড়ো হচ্ছেন।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ খামেনির বরাত দিয়ে বলে, “ইরানি জাতির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।”

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ উদ্ধার,পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেটের সময় ১০:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান ও অন্যান্য কর্মকর্তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে,খারাপ আবহাওয়ার কারণে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকানের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার একদিন পর সোমবার
(২০ মে) অনুসন্ধানকর্মীরা বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পান। ইরান-আজারবাইজান সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পর কর্মকর্তারা ইরানে ফিরছিলেন। বিধ্বস্ত হওয়ার স্থানেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অন্যান্যদের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীর বার্তা সংস্থা ইরনা।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নির্বাহী শাখার অর্থাৎ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। আগামী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। দেশেল উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা জানায়,কট্টর রক্ষণশীল খামেনির অনুসারী রাইসিকে কিছু পর্যবেক্ষক সর্বোচ্চ নেতার পছন্দের উত্তরসুরী হিসেবে দেখতেন। তিনি ২০২১ সালের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সেখানে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হয়েছিল। ভোটাররা রেকর্ড সংখ্যক কম ভোট দিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এবং ভয়েস অফ আমেরিকা ফার্সি বিভাগ কর্তৃক বিশ্বাসযোগ্য বলে বিবেচিত ছবিতে দেখা যায়, ইরানের স্বৈরাচারী ইসলামপন্থী শাসকদের বিরোধীরা রাইসির মৃত্যুর খবর উদযাপনের জন্য রবিবার রাতে একাধিক স্থানে আতশবাজি ফোটাচ্ছে। একটি ভিডিওতে একজন নারী উপস্থাপক আতশবাজি ফুটানোর জায়গাটি তেহরানের দক্ষিণাঞ্চলে বলে শনাক্ত করেছেন।

আরেক ভিডিওতে একজন পুরুষ উপস্থাপক ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ শহরে আতশবাজির ঘটনার কথা বলেন। ভয়েস অফ আমেরিকা নিরপেক্ষভাবে আতশবাজি ফুটানোর পরিস্থিতি যাচাই করতে পারেনি কারণ ইরানের অভ্যন্তরে ভয়েস অফ আমেরিকাকে প্রতিবেদন করতে নিষেধ করা হয়েছে।

এর আগে রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, রাইসির নিরাপদে ফিরে আসার প্রার্থনা করার জন্য দেশের বিভিন্ন স্থানে সরকার সমর্থকরা জড়ো হচ্ছেন।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ খামেনির বরাত দিয়ে বলে, “ইরানি জাতির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।”

কবির আহমেদ/ইবিটাইমস