ভোলা দক্ষিণ প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় আচরণবিধিমালা প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীরা আসন্ন ২৯ শে মে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার আশ্বাস প্রদান করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসানুল হক শিপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়াম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস