হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বাংসাবশেষের সন্ধান 

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২০ মে) বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রবিবার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে র্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। এদিকে ইরানের সংবাদ মাধ্যমও প্রেসিডেন্ট রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ সকল আরোহীর মৃত্যুর সংবাদ প্রচার করছে।

এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে। উদ্ধারকাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এ ছাড়া বিশ্বনেতারা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট রইসি মারা যাওয়ার পর প্রশ্ন উঠেছে সে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট? ইরানের সংবিধান অনুযায়ী, রইসি মারা যাওয়ায় তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে।

ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

আজারবাইজান থেকে ইরানের পথে: এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের পূর্ব আজেরবাইজান প্রদেশের জোলফার কাছে রবিবার (১৯ মে) খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তারা জানায়, ঐ হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং আরও দুজন কর্মকর্তা আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন।

সীমান্তের ঠিক ওপারে তাঁরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাঁধ উদ্বোধন করেন। ইরানের গণমাধ্যম জানায়, তিনটি হেলিকপ্টার অনুষ্ঠান শেষে ইরানি কর্মকর্তাদের নিয়ে ফিরছিল, যার একটি বিধ্বস্ত হয়।

তাঁরা ইরান এবং আজারবাইজানের সীমান্তে আরাস নদীর উপর খোদা আফরিন এবং গিয গালাসি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন। নদীর যে অংশ আজেরবাইজানের জাব্রাভিল জেলা এবং ইরানের পূর্ব আজেরবাইজান প্রদেশের দুপাশ দিয়ে গেছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

ইরানী গণমাধ্যম শনিবার খবর পরিবেশন করেছিল যে, রাইসি বাঁধ উদ্বোধনের জন্য সীমান্ত এলাকায় যাবেন। দুর্ঘটনার পর আলিয়েভ সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন যে, তিনি রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হবার খবর পেয়ে গভীর ভাবে বিচলিত। তিনি দোয়া করছেন এবং “বন্ধুসুলভ ও ভাত্রিপ্রতিম দেশের” জন্য সহায়তার প্রস্তাব দেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »