ঝালকাঠি প্রতিনিধিঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পিস ফ্যাসিলেটর গ্রুপ ঝালকাঠি জেলার শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্ণ হোক উপজেলা নির্বাচন, স্বস্তি ও সম্প্রীতি থাকুক জনগণ এই বিষয়ক মতবিনিময় সভায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং জনগণের মুখোমুখি প্রত্যাশা ও প্রাপ্তীর বিষয়ে তাদের অভিব্যক্তি জানতে চাওয়া হয়েছে।
পিস ফ্যাসিলেটর গ্রুপের জেলা কমিটির সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান, নুরুল আমিন সুরুজ, ভাইস চেয়ারম্যান মোঃ মহিনুদ্দীন ও আশিকুর ররহমান দিপু, ভাইস চেয়ারম্যান প্রার্থী পিনু আক্তার নদী উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এড. আনোয়ার হোসেন আনু, প্রেসক্লাবের আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব আল আমিন বাকলাই প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টর আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা ও জেলা সমন্বয়কারী সুমাইয়া আক্তার রুবি উপস্থিত ছিলেন
বাধন রায়/ইবিটাইমস