অস্ট্রিয়ান ক্রিকেট এসোসিয়েশন অস্ট্রিয়ার আয়োজনে প্রতি বছর গ্রীষ্মে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে
ভিয়েনা ডেস্কঃ বুধবার (১ মে) ভিয়েনার প্রতিবেশী রাজ্য লোয়ার অস্ট্রিয়ার (NÖ) সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) আয়োজিত টি-টোয়েন্টি লীগের জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম সহ আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।
তাছাড়াও ভারতের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন দেশের শীর্ষ কূটনৈতিকরা এসিএ-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এই আনন্দঘন অনুষ্ঠানে কেক কাটেন এবং পরে উদ্বোধনী খেলার দলের সাথে পরিচয় করিয়ে দেন। এসময় মাঠে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (বিসিসিএ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এক সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন অস্ট্রিয়ান ন্যাশনাল ক্রিকেট লীগে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (BCCA) অত্যন্ত ভালো খেলে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন থেকে আরও উপস্থিত ছিলেন শীর্ষ কূটনৈতিক তারাজুল ইসলাম ও তানভীর আহমদ তরফদার। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
কবির আহমেদ/ইবিটাইমস