বোরহানউদ্দিনে ৩ জ্বীনের বাদশা আটক

ভোলা প্রতি‌নি‌ধি: ভোলার বোরহানউদ্দিনে অ‌ভিযান চা‌লি‌য়ে ৩ জ্বীনের বাদশা‌কে  আটক করেছেন পুলিশ।

বুধবার (১মে) দুপুরে আটককৃত তিন জ্বীনের বাদশাকে  ভোলা জেলা দায়রা জজ আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টার দি‌কে  গোপন সংবাদের ভিত্তিতে উপ‌জেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে এসআই মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, মোঃ ফয়সাল(২৫),মো: রাকিব জমাদ্দার (২৪),মো: বাহাদুর পাটোয়ারী (২৬)।

বোরহানউদ্দিন থানার পু‌লিশ সূত্রে জানাযায়, এ চক্রটি দীর্ঘদিন থে‌কে  জ্বিন বাবা, আলী বাবা, কুফরি বাবা ও  কালিবাবাসহ জ্বিনের বাদশা পরিচয়ে ফেইসবুক ও ইউটিউবসহ বিভিন্ন স্থানে মোবাইল নাম্বারসহ বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপনে সকল সমস্যার সমাধান করা হয় বলে প্রচার প্রচারনা করেন প্রতারক চক্রটি। প্রতারক চক্রের মোবাইল নাম্বারে ফোন দিলেই প্রতারণার শিকার হন সাধারণ মানুষ ।

প্রথমে জ্বীন-ভূতকে আসরে আনতে ৫শ থে‌কে ৫হাজান টাকা বিকাশে আনেন প্রতারক চক্রটি। এরপর  জ্বীন-ভূত আসছে বলে মোবাইল প্রযু‌ক্তির মাধ‌্যমে কন্ঠ প‌রিবর্তন করে জ্বীন প‌রি‌কে মিষ্টি খাওয়া‌নো কথা ব‌লে পর্যযক্রমে  ছলেব‌লে স্বর্ণের পাতিল সহ নানা দামী জি‌নিস পত্র দেয়ার প্রলোভ‌নে সর্বশান্ত ক‌রে দেয় সাধারণ লোকজন‌কে। পু‌লিশ জানান, কাচিয়া ইউনিয়নের প্রায় ৫ শতা‌ধিক প্রতারক চক্র রয়েছে। তা‌দের প্রথম টা‌র্গেট হ‌চ্ছে প্রবাসীরা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) জানান, জ্বীন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  তাদেরকে  আদালতে প্রেরণ করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »