স্টাফ রিপোর্টারঃ ভোলা-বরিশাল সেতু নির্মাণ বাস্তবায়নের জন্য ভোলা সমিতি ঢাকার একটি প্রতিনিধি দল সেতু ভবনে সেতু বিভাগের মাননীয় সচিব মনজুর হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস উপস্থিত ছিলেন।

সমিতির পক্ষ হতে ভোলা -বরিশাল সেতু নির্মাণ বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান কালে সমিতির নেতারা বলেন, ভোলা বাংলাদেশের মুল ভুখন্ড হতে বিচ্ছিন্ন একটি গুরুত্বপুর্ন জেলা। জেলার ২৩ লক্ষ মানুষের একমাত্র বাহন নদীপথের লঞ্চ। সেই লঞ্চ আবার যে কোন প্রাকৃতিক দূর্যোগে বন্ধ থাকে। জেলার কোন মানুষ মারাত্নক অসুস্থ্য হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা আনা সবার পক্ষে সম্ভব হয়না। অনেক সময় বাধ্য হয়ে হেলিকপ্টার ভাড়া করতে হয়, যা সবার পক্ষে সম্ভব হয়না। তখন উন্নত চিকিৎসার অভাবে অনেক লোক মারা যায়। তাই ভোলা সমিতির নেতারা ভোলা -বরিশাল সেতুর কাজ বাস্তবায়নের দাবী জানানা।
ভোলা -বরিশাল সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল হক মুকুল, সাবেক সচিব আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী, প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, মোঃ হারুন অর রশিদ, এবিএম মামুন অর রশিদ, প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, এস এম মনিরুজ্জামান লিটন, মোঃ গোলাম রহমান তুহিন, সাখাওয়াত হোসাইন হাওলাদার, এম এন আলম উপস্থিত ছিলেন।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এম আর