ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে রবিবার সকাল ৯টায় জেলা জজ আদালত চত্বর থেকে ব্যালুন ও পায়রা উড়িয়ে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির নেতৃত্বে বর্ণাট্য র্যালি বের হয় এবং পরবর্তী আলোচনা সভায় আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। র্যালিটি শহর ঘুরে একই স্থানে শেষ হয়।
জেলা জজ আদালতে সোহেল-জগন্নাথ স্মৃতি মঞ্চে আলোচনা সভায় সভপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ পারভেজ শাহারিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মান্নান রসুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলার লিগ্যাল এইড অফিসার এস এম মাহফুজ আলম। অন্যদের মধ্যে বিচারপ্রার্থী শফিকুর রহমান ও নুসরাত জাহান, প্যানেল আইনজীবি গোলাম কিবরিয়া ঝন্টু ও লিনা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা সভায় এবছর শ্রেষ্ট প্যানেল আইনজীবিদের মধ্যে গোলাম কিবরিয়া ঝন্টু ও লিনা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি বক্তব্যে আমির হোসেন আমু বলেছেন, আওয়ামীলীগ সরকার মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য লিগ্যাল এইড আইন বাস্তবায়ন ও কার্যকর করছেন এই আইনের সহায়তা নিয়ে বিভিন্ন মানুষ সহযোগিতা পাচ্ছেন। তবে তিনি এই আইনগত সহায়তা গ্রহণের জন্য প্রচার-প্রচারনার ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। তারা বিষয়টি প্রচার করলে অনেক মানুষ সরকারের এই আইনগত সহায়তা নিতে পারবেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার বিশেষ ট্রইবুনাল না করে অন্যান্য মামলার মতই বিচার কাজ সম্পন্ন করেছে।
বাধন রায়/ইবিটাইমস