চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বজ্রগোপাল টাউন হলে উপজেলার এমপিও ভুক্ত সরকারী-বেসরকারী শিক্ষক , ব্যবসায়ী , সর্বজনীন নাগরিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. আলমগীর হোসেন।
এছাড়ও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক চরফ্যাসন শাখা ব্যবস্থাপক মো. খাইরুল হাসান, এজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোশারেফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস