ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি (সিপিবি) বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ও প্রাক্তন শিক্ষক কমরেট স্বপন কুমার সেন গুপ্তের অকাল মৃত্যুতে ঝালকাঠি কেন্দ্রীয় শহিদ মিনারে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় সিপিবি নেতা এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্ব করেন।
স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, দুলাল সাহাসহ বিভিন্ন প্রগতিশীল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বরিশালের সিপিবি সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, কেন্দ্রীয় নেতা অধ্যাপক দুলাল চন্দ্র উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন তালুকদার, কবি আল আমিন বাকলাই, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, প্রগতি লেখক সংঘের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সুজন সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদ, সিপিবি নেতা চঁাদমোহন কংশবনিক, চম্পা দাস গুপ্ত, হাসান মাহমুদ, শাকিল আহম্মেদ রনি প্রমুখ বক্তব্য রাখেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় স্বপন শেন গুপ্ত নিজ বাড়িতে পরলোক গমন করেন। ব্যক্তিগত জীবনে তিনি সততা, নিষ্ঠার ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। সভায় তার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বাধন রায়/ইবিটাইমস