রাজধানী ভিয়েনার প্রতিবেশী রাজ্য লোয়ার অস্ট্রিয়া রাজ্যের এই ছোট ঐতিহাসিক শহরটিতে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় ৩০টি পরিবারের বসবাস
ভিয়েনা ডেস্কঃ শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (২০ এপ্রিল) অস্ট্রিয়ার Niederösterreich (NÖ) রাজ্যের Wiener Neustadt শহরে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এপেলো মোহাম্মদ চিশতীর উদ্যোগে এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম রাজধানী ভিয়েনা থেকে আগত অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম,বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবিন মোহাম্মদ আলী,অস্ট্রিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ভূইঁয়া।
এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান,অস্ট্রিয়া বাংলাদেশ সিনিয়র ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম, ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চীফ মাহবুবুর রহমান, ইউরো বাংলা টাইমসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির আহমেদ, এশিয়ান ওরিয়েন্টাল হাউজের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন এবং কমিউনিটির বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী মাহবুবুল ইসলাম প্রমুখ।
বর্তমানে অস্ট্রিয়ার ওপর দিয়ে প্রবাহিত নিম্নচাপের কারনে থেমে থেমে বৃষ্টিপাতের কারনে বর্ষবরণ অনুষ্ঠানে কিছুটা প্রতিবন্ধতা সৃষ্টি হয়েছিল। বৈরী
আবহাওয়ার মধ্যেই বর্ষবরণ অনুষ্ঠানে আগত অতিথিরা অত্যন্ত আন্তরিক ও আনন্দচিত্তে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন।
এপেলো মোহাম্মদ চিশতীর Wiener Neustadt এর গার্ডেন বাড়িতে অনুষ্ঠিত এই বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী বাহারী সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের শেষে Wiener Neustadt এ বসবাসকারী অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও মুস্তারি ক্যাশ ক্যারি এর স্বত্বাধিকারী ইকবাল মুস্তারি আগত অতিথিদের স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
কবির আহমেদ/ইবিটাইমস