ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবন জেলায় সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে ডাকাতরা টাকা নিতে পারেনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ১৮ সময় দেখুন

রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা’র দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ গণমাধ্যমকে তিনি এসব কথা জানান । তিনি বলেন, বান্দরবন জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে।

শাহনেওয়াজ খালেদ আরও বলেন, সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুনে দেখা হয়। দেখা যায় যে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাখা এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটাই সেখানে রয়েছে।

তিনি আরও বলেন, দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারী ব্যক্তিরা হয়তো ভল্ট খুলতে পারেননি। এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করেন।

তবে স্থানীয় লোকজন জানান, অস্ত্রধারী ব্যক্তিরা যাওয়ার সময় সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনকে নিয়ে গেছেন। আজ বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

কেএনএফ অস্ত্রধারীরা সোনালী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা লুট করেছে। তবে কৃষি ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে তা এখনো জানা যায়নি। নিরাপত্তার কারণে বান্দরবানের সব ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।

ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া ব্যক্তিরা জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে টাকা লুট করে নিয়ে যায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বান্দরবন জেলায় সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে ডাকাতরা টাকা নিতে পারেনি

আপডেটের সময় ০৮:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা’র দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ গণমাধ্যমকে তিনি এসব কথা জানান । তিনি বলেন, বান্দরবন জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে।

শাহনেওয়াজ খালেদ আরও বলেন, সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুনে দেখা হয়। দেখা যায় যে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাখা এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটাই সেখানে রয়েছে।

তিনি আরও বলেন, দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারী ব্যক্তিরা হয়তো ভল্ট খুলতে পারেননি। এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করেন।

তবে স্থানীয় লোকজন জানান, অস্ত্রধারী ব্যক্তিরা যাওয়ার সময় সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনকে নিয়ে গেছেন। আজ বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

কেএনএফ অস্ত্রধারীরা সোনালী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা লুট করেছে। তবে কৃষি ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে তা এখনো জানা যায়নি। নিরাপত্তার কারণে বান্দরবানের সব ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।

ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া ব্যক্তিরা জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে টাকা লুট করে নিয়ে যায়।

কবির আহমেদ/ইবিটাইমস