ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয়েছে।
মঙ্গলবার প্রত্যুষে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ঝালকাঠি জেলা প্রশাসক রাষ্ট্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন এবং ধারাবাহিকভাবে পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্প মাল্য অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিসসহ জেলা পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন এবং সালাম গ্রহণ করেন।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা দুলাল সাহা, মুক্তিযোদ্ধা অমল চন্দ্র নট্ট, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মুক্তিযোদ্ধার স্ত্রী হোসনেয়ারা মান্নান বক্তব্য রাখেন।
এছাড়া সুবিধাজনক সময়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং সকল মন্দির ও উপসানালয়ে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস