টাঙ্গাইলে সোনালী ব্যাংক পিএলসির জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নে নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা ও গণশুনানি অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সোনালী ব্যাংক পিএলসির জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নে নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে ২০২৩-২৪ অর্থবছরের সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক টাঙ্গাইল ও সিরাজগঞ্জ পিএলসির আয়োজনে শনিবার সকালে বাসাইল উপজেলার দাপানাজোরে ওয়াটার হার্ডেন রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি  সিইও ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কার্যালয়স্থ নৈতিকতা কমিটির আহবায়ক মোঃ আফজাল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধাচার ফোকাল পয়েন্ট কর্মকর্তা বদরে মুনির ফেরদৌস,প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচাল (অতিরিক্ত সচিব) সাবিনা আলম,শুদ্ধাচার বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা মীনাক্ষী বর্মন,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন,জেনারেল ম্যানেজার সাফায়েত হোসেন সহ সোনালী ব্যাংক টাঙ্গাইল ও সিরাজগঞ্জের সকল শাখার ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহকগন উপস্থিত ছিলেন।পরে গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »